কিভাবে এফিলিয়েট মার্কেটিং থেকে ভালো রেভেনিউ জেনারেট করবেন?
View Categories

কিভাবে এফিলিয়েট মার্কেটিং থেকে ভালো রেভেনিউ জেনারেট করবেন?

1 min read

এফিলিয়েট মার্কেটিং থেকে ভালো রেভেনিউ জেনারেট করতে চাইলে অবশ্যই আপনাকে যেই ব্যাপার গুলু ফলো করে কাজ করতে হবে। 🙂

  • আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে আসলে এফিলিয়েট মার্কেটিং কি এবং কিভাবে এর থেকে ইনকাম জেনারেট করতে হয়। (বিঃ দ্রঃ এফিলিয়েট মার্কেটিং মানে শুধু আমাজন মার্কেটিং না। আমাজন, এফিলিয়েট মার্কেটিংয়ের একটা পার্ট বা অংশ)।
  • আপনি যেই প্রোডাক্ট বেইজ করে এফিলিয়েট মার্কেটিং করবেন তার উপর নির্ভর করে একটি সুন্দর ডোমেইন নেইম সিলেক্ট করতে হবে।
  • আপনার পছন্দের সি. এম. এস. এ ডোমেইন হোস্টিং কিনে সেটআপ করতে হবে এবং এই ব্যাপারে এডভান্স না হলেও প্রাথমিক ধারণা থাকা আবশ্যক।
  • আপনি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করেন তাহলে এফিলিয়েট সাইটের জন্য প্রয়োজনীয় প্লাগিন ইন্সটল করে এবং থিম সেটআপ করে সাইট রেডি করতে হবে।
  • অন পেইজ সেটআপ মানে #SEO প্লাগিন, ওয়েবমাস্টার, এবং এনালাইটিক সেটআপ করতে হবে। সব কিছুর জন্য গুগলের নিজস্ব প্লাগিন “সাইট কিট” ব্যবহার করা যেতে পারে। বিং এবং ইয়ানডেক্স ওয়েবমাস্টার সহ সাইটম্যাপ এবং রোবট টি এক্স টি সেটআপ করতে হবে ভালো করে।
  • তারপর মানি কন্টেন্ট এবং ইনফো কন্টেন্ট এর লিস্ট সাজাতে হবে। সেই অনুযায়ী অন পেজ মেইনটেইন করে ধাপে ধাপে কন্টেন্ট পাবলিশ করতে হবে।
  • যেই সাইটের এফিলিয়েট করবেন তার কমিশন সিস্টেম, এফিলিয়েট টার্মস-কন্ডিশন, এবং পেমেন্ট গেটওয়ে সিস্টেম ভালো করে জেনে। এফিলিয়েট একাউন্টের জন্য এপলাই করবেন।
  • তারপর কন্টেন্ট মার্কেটিং, ব্র্যান্ডিং, এবং অফ পেইজ #SEO তে গুরুত্ব দিন। ইনশাআল্লাহ খুব আর্লি ভালো সেল জেনারেট করতে পারবেন এবং একজন সফল এফিলিয়েট মার্কেটার হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন।

পোস্টটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। 🙂

Powered by BetterDocs