সম্প্রতি সময়ে গুগল প্রতিনিয়ত এডসেন্স একাউন্ট এবং ইন্টারনাল ইন্টারফেসে পরিবর্তন নিয়ে আসছে। এর একটাই কারণ ইউজার এবং পাবলিশারদের সুযোগ সুবিধে নেক্সট লেবেলে ইম্প্রোভ করা।
তারই প্রেক্ষিতে গুগল এডসেন্স এ এপলাই করার জন্যও এড কোডের সাথে এডস ডট টি এক্স টি (Authorized Digital Sellers) অপসন টি এনাবল করা হয়েছে। পূর্বে এডসেন্স এপ্রুভ হওয়ার পর এই অপসন এবং কোডটি ব্যবহার করতে হতো।
Note: অনুমোদিত ডিজিটাল বিক্রেতা, বা ads.txt হল একটি IAB Tech Lab উদ্যোগ যা নিশ্চিত করতে সাহায্য করে যে আপনার ডিজিটাল বিজ্ঞাপনের ইনভেন্টরি শুধুমাত্র সেই বিক্রেতাদের (যেমন AdSense) মাধ্যমে বিক্রি করা হয় যাদের আপনি অনুমোদিত হিসাবে চিহ্নিত করেছেন। আপনার নিজের ads.txt ফাইল তৈরি করলে আপনার সাইটে কাকে বিজ্ঞাপন বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে তার উপর আপনাকে আরও নিয়ন্ত্রণ দেয় এবং জাল ইনভেন্টরি বিজ্ঞাপনদাতাদের কাছে উপস্থাপন করা থেকে আটকাতে সাহায্য করে।
আবেদন করার প্রক্রিয়া #
এবার আসুন জেনে নেই কিভাবে প্রপারলি এডসেন্স এপলাই করবো। আপনি যদি নতুন কোনো সাইটের জন্য এডসেন্স এ আবেদন করতে চান, আপনার এডসেন্স এপ্রুভাল আছে এরকম একটি একাউন্টের মাধ্যমে তাহলে নিচের প্রসেস টি ফলো করুন।
- প্রথমে আপনার এডসেন্স একাউন্ট লগইন করুন।
- তারপর সাইটস অপশনে ক্লিক করুন এবং আপনার ডোমেইন(domain.com) টি দিয়ে সাবমিট করুন l
- আপনি এখানে ৩ টা অপসন পাবেন যার মধ্যে দুইটা আগে ছিল একটা বর্তমানে এড হয়েছে। সেটা হচ্ছে এডস ডট টি এক্স টি।
- সাইট এড করার পর আপনাকে এখন যেটা করতে হবে অপসন এক এ সাইট ইউআরএল এ ক্লিক করলে। এডস কোড এবং পাশের অপশনে এডস ডট টি এক্স টি পাবেন। এখন আপনি আপনার সাইটের হেডার এর নিচে এডস কোডটি ব্যবহার করুন এবং এডস ডট টি এক্স টি ব্যবহার করুন, ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে (Ads.txt Manager) এই প্লাগিন টি ব্যবহার করতে পারেন।
- যদি এপ্রুভ হয় তাহলে নিচের মতো দেখাবে এবং ইমেইল এ আপাকে সাইট রেডি এরকম একটা আপডেট পাঠাবে।
তবে আপনার যদি আগের কোনো একাউন্ট না থাকে এবং নতুন সাইটের জন্য আবেদন করেন। সেক্ষেত্রে সব কিছু আগের মতোই থাকবে (মানে আপনার ঠিকানা দিতে হবে এবং সাইট কানেক্ট করতে হবে)l
তারপর উপরে দেখানো নিয়মে এডস ডট টি এক্স টি সাইটের সাথে অথোরাইজ করতে হবে।
Note: এই আর্টিকেলের উপরে কোনো ভিডিও পেতে চাইলে কমেন্ট করুন। যদি আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন।